Skip to main content

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি সরকারী বিভাগ। দুর্যোগের ঝুঁকি হ্রাস করার কর্মসূচি গ্রহণ, কোন দুর্যোগে দক্ষতার সাথে সাড়া দান এবং দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সার্বিকভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।সম্প্রতি প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি  র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করা হচ্ছে।

১।পদের নামঃ স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ১০ টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী

বেতনঃ ১১,০০০-২৬,৫৯০

২।পদের নামঃ  কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০২ টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী

বেতনঃ ১১,০০০-২৬,৫৯০

৩।পদের নামঃ সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০৪ টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী

বেতনঃ ১০,২০০-২৪,৬৮০

৪।পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০৪ টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী

বেতনঃ ১০,২০০-২৪,৬৮০

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে birbangla.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জব সার্কুলার ২০২১  সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

  
 

 

Source: Jugantor, 26 June 2021

Application Deadline: 26 July 2021 

Apply Online

আবেদনের শর্তঃ 

১।সরকারি, আধা-সরকারি ও স্থায়ন্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অনুমতি পত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন ও ফটোকটি দাখিল করতে হবে।

২।আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক/অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।


৩।মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও কোটার সমর্থনে  সনদপত্রের মুলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত সত্যায়িত ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।


৪।নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী, প্রতিবন্ধী, উপজাতীয়, আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যাদের পুত্র/কন্যার ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষের প্রত্যায়নপত্রের মূল সনদের ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৫।এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শুনা পদের সংখ্যা কম/বেশি এবং প্রয়োজনবোধে যে কোন সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৬।নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণা হবে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজা হবে। বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৭।দর্শন ও লক্ষ্য ডিডিএম এর দর্শন হচ্ছে এই অধিদপ্তরকে একটি সক্রিয় প্রতিষ্ঠান, জ্ঞানপীঠ, গবেষণা কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা পেশাজীবীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিকরণের স্বীকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা ।

Comments

Popular posts from this blog

YouTube SEO: How to Rank YouTube Videos in 2021

  YouTube SEO: How to Rank YouTube Videos in 2021 In this post I’m going to show you EXACTLY how to rank your YouTube videos. In fact, this is the exact process that I used to grow my channel to  over 228K views per month : So if you want to  get more views , subscribers and traffic from YouTube, then you’ll love this new YouTube SEO tutorial. Let’s dive right in… How I Grew My YouTube Channel From “Oh No!” to “Heck Yeah!” Before we get into today’s video SEO tutorial, a quick backstory: When I first launched  my YouTube channel  I struggled to get ANY views. Fast forward to today, and my videos rank for all sorts of competitive keywords, like “SEO”: “Link building”: Heck, I even rank in the top 3 for “video SEO”: And because I know how to rank my videos, my channel now generates over 228K views and 6.4K subscribers every single month. Now that you can see that I know what I’m talking about, let’s dive into the steps that I used to get these results. Step #1: Yo...
Aye Mere Humsafar | Cover By Amrita Nayak | Qayamat Se Qayamat https://youtu.be/nqKyxkwi8w0 Tage aye mere humsafar,aye mere humsafar song,ae mere humsafar,aye mere humsafar full song,aye mere humsafar aamir khan,aye mere humsafar ek zara intezaar,all is well (film),all is well movie,hindi songs,tulsi kumar songs,mere,chura liya cover song,sajan,sajan patel,sajan patel cover,sajan patel songs,old songs,romantic bollywood songs,classic hits,aur is dil mein kya rakhha hai,new heart touching love story,mere humsafar,all is well,aye mere humsafar ab mujhe raat din palak muchhal,aye mere humsafar armaan malik,new hindi songs romantic 2021,aye mere hum safar,arijit,arijit singh,amaal mallik,t-series,all is well,qayamat se qayamat tak,mithoon,shreya ghoshal,amrita nayak,amrita nayak,amrita,youtuber,indian youtuber,female youtuber,indian cover artist,cover artist,cover artists,cover singer Please Subscribe For More Videos Like । Comment । Share Important News: Copyright Disclaimer Under Secti...

Harsh Agrawal: My Blogging Journey So Far

  Harsh Agrawal: My Blogging Journey So Far January 9, 2020  / By  Harsh Agrawal  /  348 Comments Listen audio version Save On the 1st of December 2019, ShoutMeLoud had its 11th anniversary and I wanted to write my  blogging  journey which could help others to take up blogging as a serious career. This is going to be a nice personal read, as it’s about my blogging journey so far. So if you are  passionate about blogging  then only read it, otherwise, check out the other categories of ShoutMeLoud. This post is all about  how I started my first blog  and later on how I created a network of profitable blogs, after the first successful blog. Page Contents A Little About Me: My Blogging Journey: How it all started The first three months of blogging: How an accident changed my life? Selecting a domain name + Hosting How ShoutMeLoud found its niche? My First Income from blogging:  Hobby Blogger to A Professional blogging: How an accid...